প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য
জাবিতে জুনিয়র-সিনিয়র দ্বন্দ; দুই হলের ২০ ছাত্র আহত (ভিডিও সহ)
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুনিয়র-সিনিয়র দ্বন্দে দুই আবাসিক হলের ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গোলাগুলির শব্দ পাওয়া যায়। এসময় দুই হলের প্রায় ২০ শিক্ষার্থী আহত হয়েছে।
বুধবার দুপুরে জাবির বটতলায় এলাকায় থেকে এই সংর্ঘষের সূত্রপাত ঘটে। পরে মাওলানা ভাসানী হল ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হলের শিক্ষার্থী মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আহতের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বটতলায় মিষ্টি খাওয়ার সময় মাওলানা ভাসানী হলের জাবির ৪৫ তম ব্যাচের মার্কেটিং বিভাগের সৌরভ কপালী শরীরে পা লেগে যাওয়াকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হলের জুনিয়র এক শিক্ষর্থীকে চড় মারে। এসময় বাকবিতন্ডার এক পযায়ে দুই হলের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাবির দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে টিয়ারসেল নিক্ষেপ করে ছত্র ভঙ্গ করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ক্যাম্পাসে।
ভিডিও দেখুন: