দেশজুড়ে

জাবিতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে  ‘জাতীয়তাবাদী শিক্ষক কর্মকর্তা কর্মচারী ফোরাম’ এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বেগম খালেদা জিয়াকে নির্মমভাবে  কারাবন্দী করে রাখার প্রতিবাদ জানান।

এসময় জাতীয়তাবাদী শিক্ষক কর্মকর্তা কর্মচারী ফোরামের সদ্য নির্বাচিত সভাপতি প্রত্বতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান টিটু বলেন, ‘বর্তমান ক্ষমতাসীনরা নিজেদের প্রয়োজনে আইন বানান, বিরোধী দলকে দমন নিপীড়ন করে দমিয়ে রাখার জন্য। খালেদা জিয়াকে ঠিক একই কারণে অবৈধভাবে কারাগারে আটক করে রেখেছে। দেশের মানুষ আজ ভোটাধিকার ও গণতন্ত্রে আস্থা হারিয়ে ফেলেছে। দেশের আইন ব্যবস্থার কাছে আমাদের দাবি খালেদা জিয়াকে যেন নিঃশর্ত মুক্তি দেয়া হয়। আর তা না হলে আমরা কঠোর আন্দোলনের দিকে ধাবিত হব।’

মানববন্ধনে শিক্ষক কর্মকর্তা কর্মচারী ফোরমের সাধারণ সম্পাদক দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান বলেন, ‘তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার শাসনকালে গনতন্ত্রকে প্রতিষ্ঠিত রূপ দিয়েছিলেন। বর্তমান আওয়ামী লীগ সরকার সেই প্রতিষ্ঠিত গনতন্ত্রকে হত্যায় মেতে উঠেছে। দেশে এখন বিচারহীনতার সংস্কৃতি চলছে, তারই অংশ হিসেবে বেগম খালেদা জিয়া আজ কারাগারে আবদ্ধ।’

পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামালউদ্দিন রুনু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। মানুষ তার গনতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছে না। আপনারা এই দুঃশাসন বন্ধ করুন, আর না হলে জনগণই এর উচিৎ জবাব দিবে। আর অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে গণতন্ত্রকে রক্ষার পথ সুগম করুন।’

তিনি আরো বলেন, ‘সিটি নির্বাচনে দেখছি গনতন্ত্রকে হত্যায় তারা কিভাবে মেতে উঠেছে। প্রত্যেকের জানা উচিৎ ক্ষমতার একটি শেষ বিন্দু থাকে, আপনারা সেই ক্ষমতার অপব্যবহার করছেন। আমরা এই মানববন্ধন থেকে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করছি।’

এসময় উপস্থিত ছিলেন, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন, গনিত বিভাগের অধ্যাপক আবেদা সুলতানা, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নুরুল ইসলাম, ফার্মেসি বিভাগের অধ্যাপক সোহেল রানা, আইআইটি বিভাগের অধ্যাপক ফজলুল করিম পাটোয়ারীসহ অর্ধশতাধিক শিক্ষক কর্মকর্তা কর্মচারী।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close