দেশজুড়েপ্রধান শিরোনামশিক্ষা-সাহিত্যস্থানীয় সংবাদস্বাস্থ্য
জাবিতে করোনা সংক্রমন রোধে ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস সংক্রমন রোধকল্পে আগামী ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সাথে আগামী ১৯ মার্চের মধ্যে সকল আবাসিক হল ছেড়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভা থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামসহ সিন্ডিকেট সদস্যরা উপস্থিতি ছিলেনে।
সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্টার রহিমা কানিজ জানান করোনা ভাইরাস সংক্রমন রোধকল্পে বিশ্ববিদ্যালয়ের সর্বসম্মতিক্রমে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া সিন্ডিকেট সভায় আরও কিছু সিদ্ধান্ত নেয় হয়েছে, সেগুলো হলো- আগামী ২২ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় খোলার আগ পর্যন্ত জয় বাংলা গেট ছাড়া সকল গেট বন্ধ থাকবে, একই সাথে দর্শনার্থী আগমনে নিষেধাজ্ঞা আরোপ থাকবে। এই বন্ধকালীন সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজও বন্ধ রাখা হবে।
জরুরি সিন্ডিকেট সভার এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।