দেশজুড়ে
জাবিতে ইভ্যালি-জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ৩১ জানুয়ারি
জাবি প্রতিনিধিঃ ৯৬ টি বিতর্ক দলের অংশগ্রহনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪ দিন ব্যাপি ‘ইভ্যালি জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব-২০২০’ ৩১ শে জানুয়ারি শুরু হবে।অনুষ্ঠানের উদ্ভোধন করবেন জেইউডিও’র প্রতিষ্ঠাকালিন সভাপতি আবদুল্লাহ আহমেদ চৌধুরী মামুন।
‘তফাৎ হোক শিরদাঁড়ায়’ এই এই স্লোগানকে ধারণ করে প্রতি বছরের ন্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) এই আয়োজন করে আসছে।বুধবার ২৯ জানুয়ারি বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেইডিও’র প্রেস এন্ড মিডিয়া সেক্রেটারী হাসান মাহমুদ সম্রাট।
তিনি জানান, নতুন কলা ভবনে ৩১ জানুয়ারি আন্ত:কলেজ বিতর্ক, ৭ ফেব্রুয়ারি আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক, ৮ ফেব্রুয়ারি আন্ত:স্কুল বিতর্ক এবং ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬.৩০ টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে সকল পর্বের ফাইনাল পর্ব ও পুরষ্কার বিতরনীর মাধ্যমে বির্তক উৎসবে সমাপ্তি হবে।
এবারের বিতর্ক অনুষ্ঠানের আহ্ববায়ক হিসেবে থাকবেন – জেইউজিও’র সভাপতি তাজরি হোসেন তন্বী আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্কে কো কনভেনার হিসেবে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাইমুম মৌসুমি বৃষ্টি , আন্ত:কলেজের কো কনভেনার হিসেবে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারহান সাবিক, আন্ত:স্কুল বিতর্কের কো কনভেনার হিসেবে আন্ত:র্জাতিক বিভাগের শিক্ষার্থী সাজিদ হাসান অভি থাকবেন।আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে থাকছেন- অনলাইন শপ ইভ্যালি, আজিনোমোতা গ্রুপ, প্রকাশনা সংস্থা জয়কলি।
/এন এইচ