⤖끞귆ᩲ筲ꤗ鎆㳇槸稼ṩ䞚鄾쿱飮㹏麆멬廊흲㪝康ꦭꍥ帇₟鿞暢鞥拱樌⇗জাবিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু | ঢাকা অর্থনীতি
শিক্ষা-সাহিত্য

জাবিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে।

বুধবার (৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

জাবি উপাচার্য বলেন, গত বছরের মতো এবারও ভর্তি কার্যক্রম পরিচালনা করছে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)। আশা করছি, শিক্ষার্থীরা কোনো বিড়ম্বনা ছাড়াই ভর্তি আবেদন সম্পন্ন করতে পারবেন।’

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, আইআইটি পরিচালক মেসবাহউদ্দিন সরকার, ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান জানান, ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন চলবে আগামী ৭ সেপ্টেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফরম পূরণ শেষে ডাচ্-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং রকেট অথবা বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ করতে হবে। ভর্তি আবেদন শেষে আগামী ১৮ সেপ্টেম্বর রাত ১১ টা ৫৯ মিনিটের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এছাড়া ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ও ফলাফল আবেদনকারীর ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

তিনি আরও জানান, ‘প্রতিবছরের ন্যায় এবারও শিফট পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া থাকছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ।’

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://ju-admission.org)-তে পাওয়া যাবে।

Related Articles

Leave a Reply

Close
Close