শিক্ষা-সাহিত্য
জাবিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গণ বিশ্ববিদ্যালয়
মো. রাকিবুল হাসান, গবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি)।
রবিবার (৬ অক্টোবর) রাজধানীর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সকাল সোয়া দশটায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
উত্তেজনাপূর্ণ ম্যাচের শুরু থেকেই দারুণ গোছানো ফুটবল খেলতে থাকে গণ বিশ্ববিদ্যালয়। একের পর এক অাক্রমণে জাবির রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রাখে তারা। গবির মুহুর্মুহু আক্রমণের বিপরীতে ২১ মিনিটে প্রথম আক্রমণ করে জাবি, কিন্তু নিখুত ফিনিশিংয়েরর অভাবে তা ব্যর্থতায় পর্যবসিত হয়।
ম্যাচের ৩৪ মিনিটে গবির দারুণ একটি আক্রমণ গোলবারের সামান্য উপর দিয়ে যায়। প্রথমার্ধে গোলরক্ষক বরাবর গণ বিশ্ববিদ্যালয়ের নেয়া প্রায় হাফ ডজন অাক্রমণ জাবির শক্তিশালী রক্ষণভাগে প্রতিহত হয়। অবশেষে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফরহাদের দারুণ গোলে এগিয়ে যায় শক্তিশালী গণ বিশ্ববিদ্যালয়।
বিরতির পরও গোছানো ফুটবল অব্যাহত রাখে গণ বিশ্ববিদ্যালয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই সংগঠিত আক্রমণে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন ফরহাদ। ম্যাচের ৬৬ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন গণ বিশ্ববিদ্যালয়ের সবুজ।
৬৮ মিনিটে সাখাওয়াতের গোলে দলের বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন সাখাওয়াত। শুরু থেকেই ছন্দহীন ফুটবল খেলতে থাকা জাবি টিম কখনোই ম্যাচে তেমন কোনো অাক্রমণ গড়ে তুলতে পারেনি। যার ফলে ৩-০ গোলের সহজ জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আসরের অন্যতম ফেভারিট গণ বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারীতে মর্মান্তিক হত্যাযজ্ঞের অন্যতম শিকার ফারাজ আইয়াজ হোসেন। অসীম সাহসী ফারাজ সেদিন বন্ধুদের বাচাতে জীবন উৎসর্গ করেছিলেন। মৃত্যুঞ্জয়ী ফারাজকে উৎসর্গ করে গত দুই বছর ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে নিয়ে গোল্ডকাপ ফুটবলের আয়োজন করে আসছে সোনালী অতীত ক্লাব। তৃতীয়বারের মত আয়োজিত এই প্রতিযোগিতায় এবার আটটি গ্রুপে ২২ টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে।
/আরএইচ