বিশ্বজুড়ে
জাপানে বাণিজ্যিকভাবে তিমি শিকার শুরু
ঢাকা অর্থনীতি ডেস্ক: জাপান বাণিজ্যিকভাবে তিমি শিকার পুনরায় শুরু করেছে। দেশটি আন্তর্জাতিক তিমি শিকার কমিশন বা আই,ডব্লিউ,সি’র একটি স্থগিতাদেশ অনুযায়ী ১৯৮৮ সাল থেকে বাণিজ্যিকভাবে তিমি শিকার বন্ধ রেখেছিল। তবে তারা গত রোববার আই,ডব্লিউ, সি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।
পরে আজ সোমবার (১ জুলাই) বাণিজ্যিকভাবে তিমি শিকার শুরু করে।
জাপান বলছে, দেশটি শুধুমাত্র তার নিজস্ব জলসীমা এবং বিশেষ অর্থনৈতিক এলাকায় তিমি শিকার করবে। আই,ডব্লিউ,সি’র গৃহীত পদ্ধতি অনুযায়ী কোটার মাধ্যমে যেসব মিনকে ও অন্যান্য প্রজাতির তিমির সংখ্যাধিক্য রয়েছে তারা সেগুলো শিকার করবে।
টেকসই তিমি শিকারের মাধ্যমে তিমির সংখ্যা রক্ষায় নিজেদের অভিষ্ট লক্ষ্য অর্জনের জন্য জাপান ১৯৫১ সালে আই,ডব্লিউ,সি’তে যোগ দেয়। আই,ডব্লিউ,সি’র বিধিবিধান অনুযায়ী বাণিজ্যিকভাবে তিমি শিকার করা কখনোই সম্ভব হবে না উল্লেখ করে জাপান গত বছরের ডিসেম্বর মাসে কমিশন থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে চাওয়ার অভিপ্রায়ের কথা ঘোষণা করে।
পরিবেশবাদী কর্মীরা সম্পদ সংরক্ষণ এবং প্রাণি রক্ষার আলোকে তিমি শিকার পুনরায় শুরুর সমালাচনা করছে।
তিমির মজুদ সংরক্ষণের জন্য সীমার মধ্যে থেকে তিমি শিকার করার উপর জোর দিয়ে জাপান সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে সমর্থন আদায়ের পরিকল্পনা গ্রহণ করেছে।