তথ্যপ্রযুক্তি

জাপানে ছোট প্রতিষ্ঠানে বিনা খরচে গুগলের তথ্যপ্রযুক্তি সেবা

ঢাকা অর্তনীতি ডেস্ক: তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতির সাথে জাপানি ছোট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিতে গুগল একটি জাপানি ব্যাংকের সাথে কাজ করবে। এটি এমন এক ক্ষেত্র যেখানে কোম্পানিগুলো পিছিয়ে আছে এবং দেশের সংকীর্ণ শ্রম বাজারের জন্যও এটি খুব প্রয়োজনীয়।

ক্ষুদ্র ব্যবসার জন্য পশ্চিম জাপানের ফুকুওকা ব্যাংকের সাথে জোট গঠনে গুগল সেমিনার করেছে। ডিজিটাল যুগে প্রবেশের জন্য দৃঢ়প্রতিজ্ঞ কোম্পানিগুলোতে তারা বিনামূল্যে এই সেবা দিবে। যখন প্রযুক্তির সুবিধা নিতে আসে তখন স্থানীয় ছোট কোম্পানিগুলো বড় কোম্পানিগুলো থেকে পিছিয়ে থাকে।

এর মধ্যে তথ্য সংরক্ষণের জন্য ক্লাউড সেবা এবং তথ্য ভাগাভাগির মত সেবাও রয়েছে। কিভাবে তথ্যপ্রযুক্তি দক্ষতা সমসাময়িক রাখা যায় গুগল তাও এসব কোম্পানিগুলোকে শেখাবে। কোম্পানিটি জাপানের অন্যান্য অংশেও একই ধরণের সেবা দেয়ার প্রস্তাব দিতে সেমিনার করার পরিকল্পনা করছে।

Related Articles

Leave a Reply

Close
Close