বিশ্বজুড়ে
জাপানে ছুরি হামলায় স্কুল ছাত্রীসহ নিহত ৩
ঢাকা অর্থনীতি ডেস্ক: জাপানে বাস স্টপে দাড়িয়ে থাকা স্কুল ছাত্রী ও সাধারণ মানুষের ওপর ছুরি হামলায় স্কুল ছাত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। এই হামলায় শিশুসহ আহত হয়েছেন আরো অন্তত ১৯ জন। এঘটনায় ৩৯ বছর বয়সী হামলাকারী নিজেও নিজের ছুরির আঘাতে নিহত হন।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ মে) জাপানের টোকিও শহরের কাওয়াসাকি এলাকায় একটি বাসস্ট্যান্ডের সামনে পথচারীদের লক্ষ্য করে ছুরি নিয়ে এলোপাতাড়ি হামলা চালায় অজ্ঞাত এক ব্যক্তি।
এতে আহত হন বেশ কয়েকজন। এসময় আতঙ্কে ছোটাছুটি করতে থাকে সাধারণ মানুষ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী এক বাস চালক জানান, হঠাৎ এক ব্যক্তি দাড়িয়ে স্কুল ছাত্রীসহ মানুষের ওপর ছুরি নিয়ে হামলা চালায়।
ওই ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করে বলে জানায় কর্তৃপক্ষ। এটি কোনো সন্ত্রাসী হামলা কিনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টোকিও সফরের মধ্যেই এ ঘটনা ঘটলো। হামলার পর শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।