আমদানি-রপ্তানীকরোনাশিল্প-বানিজ্য

জাপানে গাড়ি বিক্রয়ে এপ্রিল মাসে বড় ধস

ঢাকা অর্থনীতি ডেস্কঃ জাপানে করোনা মহামারির কারণে এপ্রিলে মোটরগাড়ি বিক্রয়ে বড় ধস নেমেছে । ২০১১ সালের পর বিগত ৯ বছরের মধ্যে এটাই সর্বোচ্চ ধসের রেকর্ড। শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির শিল্প মন্ত্রণালয়।

এবিষয়ে জাপান গাড়িশিল্প সংস্থা জাপানস অটোমোবাইল ডিলারস এসোসিয়েশন এক আর্থিক প্রতিবেদনে জানায়, করোনার প্রভাবে এপ্রিল মাসে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশটিতে গাড়ি বিক্রয় ২৯ শতাংশ কমেছে। গেলো বছর এ মাসেই বিক্রয় ছিলো ২ লাখ ৭০ হাজার ৩৯৩ ইউনিট।

প্রতিবেদনে আরও জানা যায়, করোনা মোকাবেলায় বিশ্বজুড়েই ছিলো লকডাউন। মানুষ ছিলো গৃহবন্দি। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ার সুযোগ ছিলো না। ফলে গাড়ির চাহিদা বিশ্বজুড়ে কম হওয়ায় ধস নামে এ শিল্পখাতে। সংস্থাটির আশঙ্কা, বিশ্বব্যাপী চলমান করোনা পরিস্থিতি মোকাবেলা না করা গেলে সামনের মাসগেুলোতে এ শিল্পখাতে আরো ধস দেখার অপেক্ষা করছে জাপান।

২০১১ সালের এপ্রিলে মোটরগাড়ি বিক্রয়ে বড় ধস দেখেছিলো জাপান। সেসময়ে ভূমিকম্প, সুনামির মত বড় বড় প্রাকৃতিক দুর্যোগের বিপর্যস্ত হয়েছিলো দেশটি। উল্লেখ্য, জাপানে বিক্রিত অধিকাংশ গাড়িই জাপানের দেশটির নিজস্ব শিল্প-কারখানায় তৈরি হয়ে থাকে। রয়টার্সের খবর।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close