করোনাবিশ্বজুড়ে

জাপানের সেরা সুমো কুস্তিগির হাকু হো করোনায় আক্রান্ত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ জাপানের সেরা সুমো কুস্তিগির হাকু হো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আগামী ১০ জানুয়ারি দেশটিতে নতুন বছরের সুমো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কিন্তু তার আগেই এই সেরা কুস্তিগির করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার জাপানের সুমো অ্যাসোসিয়েশনের (জেএসএ) পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। বর্তমানে হাকোহোর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

জেএসএ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, মঙ্গোলীয় বংশোদ্ভূত হাকু হো দেশটিতে সবচেয়ে বেশিদিন শীর্ষস্থানে থাকা সুমো তারকা। সম্প্রতি তিনি গন্ধের অনুভূতি হারিয়ে ফেলেন। এরপর করোনা পরীক্ষায় তার ফলাফল পজেটিভ আসে। তিনি এখন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close