দেশজুড়েপ্রধান শিরোনামরাজস্বশিল্প-বানিজ্য
জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২১
ঢাকা অর্থনীতি ডেস্ক: কালো টাকা সাদা করার সুযোগ রেখে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২১। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে জাতীয় সংসদ অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটে এই বিল পাস হয়। এ সময় বিভিন্ন সংসদ সদস্যের আনা ৭১টি সংশোধনীর মধ্যে ১৪টি গ্রহণ করেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী এ সময় বলেন, ‘অর্থনীতিতে অস্বাভাবিক অবস্থা বিরাজ করায় সংসদ সদস্যদের আনা সংশোধনী প্রস্তাবগুলো গ্রহন করা যাচ্ছে না। আমরা বহু দূর যেতে চাই। পাকিস্তানও বাংলাদেশের অর্থনীতির প্রশংসা করছে। সারা বিশ্বের অর্থনীতি পাল্টে গেছে, লণ্ডভণ্ড হয়ে গেছে। বিশ্ব অর্থনীতির পরিস্থিতি যখন এমন করুণ, সে অবস্থাতেও বাংলাদেশের অর্থনীতিতে অতটা খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়নি।’
অর্থমন্ত্রী বলেন, ‘এ বছরের বাজেট দেশের মানুষের জন্য। তাই, সব জেনে-শুনেই আমরা কঠিনকে ভালোবেসেছি। আশা করি, এবারের বাজেট বাস্তবায়নে সক্ষম হব।’
পাস হওয়া অর্থবিল-২০২১ অনুযায়ী, আগামী অর্থবছরে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগ করলে, অবৈধ টাকার মালিককে প্রযোজ্য কর এবং সেই করের উপর ৫ শতাংশ জরিমানা পরিশোধ করতে হবে। এসময় অর্থবিলের উপর আলোচনায়, ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব দেন কয়েকজন সংসদ সদস্য।
এর আগে অর্থমন্ত্রীর প্রস্তাবিত অর্থবিল ২০২১ জনমত যাচাইয়ের জন্য প্রচারের দাবি জানান একাধিক সংসদ সদস্য। পরে অর্থবিল ২০২১ কণ্ঠ ভোটে পাস করা হয়। এছাড়াও কণ্ঠ ভোটে অর্থমন্ত্রীর গ্রহণ করা ১৪টি সংশোধনী প্রস্তাব অনুমোদন দেয় সংসদ।