দেশজুড়েপ্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য অটোপ্রমোশন

অর্থনীতি ডেস্ক: এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের শর্ত সাপেক্ষে ২য় বর্ষে অটোপ্রমোশন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (১৬ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব শিক্ষার্থী ২০২০ সালে অনার্স ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পুরণ করেছেন, তাদেরকে শর্ত সাপেক্ষে ২য় বর্ষে প্রমোশন দিয়ে ক্লাশ করার অনুমতি দেয়া হয়েছে।

প্রমোশন পাওয়ার অন্যতম প্রধান শর্ত হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এসব শিক্ষার্থীদের অবশ্যই ১ম বর্ষের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে কেউ যদি এই পরীক্ষায় অংশ না নেয় অথবা অংশ নিয়ে ফেল করে তাহলে অটোপ্রমোশন বাতিল বলে গণ্য হবে।

এবছর অনার্স ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছেন ৪ লাখ ৬৭ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিল ৩ লাখ ৭৩ হাজার ৮৭৬ জন শিক্ষার্থী।

Related Articles

Leave a Reply

Close
Close