দেশজুড়েপ্রধান শিরোনাম
জাতীয় নিরাপত্তা সেলের প্রধান হচ্ছেন আছাদুজ্জামান মিয়া
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ১৪ সেপ্টেম্বর এই পদে যোগ দেবেন তিনি।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপি পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োজিত বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মো. আছাদুজ্জামান মিয়াকে তিন বছর মেয়াদে মন্ত্রিপরিষদ বিভাগের অধীন ‘জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেল’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’ আগামী ১৪ সেপ্টেম্বর তিনি কাজে যোগ দেবেন।
নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।
উল্লেখ্য, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার চাকরির মেয়াদ শেষ হয় গত ১৩ আগস্ট। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ডিএমপি কমিশনার হিসেবে তাকে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আরও এক মাসের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
#এমএস