দেশজুড়েপ্রধান শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে অসুস্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল, নেওয়া হয়েছে হাসপাতালে
ঢাকা অর্থনীতি ডেস্ক: মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে।
সকাল সাড়ে ১১টার দিকে তিনি জানান, বিএনপি মহাসচিব এখন অনেকটা সুস্থ আছেন।
তার সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ, হাবিবুন্নবী খান সোহেলসহ অন্যরা। সূত্র: ডেইলি স্টার