চাকুরী

জাতিসংঘ মিশনে চিকিৎসক পাঠাবে বাংলাদেশ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর মেডিকেল অফিসার হিসেবে চিকিৎসক পাঠাবে বাংলাদেশ। এ বিষয়ে গত ২৯ মে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

চিঠিতে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ) মিশনের মেডিকেল অফিসার হিসেবে ২০ জন চিকিৎসক পাঠানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণলয়কে বলা হয়।

চিকিৎসক হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মুখ্য ১০ জন চিকিৎসক যার মধ্যে পাঁচজন নারী চিকিৎসক অগ্রাধিকার ভিত্তিতে এবং বিকল্প ১০ জন চিকিৎসককে জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য জননিরাপত্তা বিভাগ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়।

ওই চিঠির প্রেক্ষিতে গত ২৭ আগস্ট স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. শহীদ মো. সাদিকুল ইসলাম পরিচালক এমআইএস বরাবর একটি চিঠি লেখেন। চিঠিতে মিশনে প্রেরণের জন্য চাহিদা অনুযায়ী চিকিৎসক মনোনয়ন প্রদানের লক্ষ্যে ওয়েবসাইট অথবা সুবিধাজনক মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

মিশনে মেডিকেল অফিসার পদে চাহিদা অনুযায়ী চিকিৎসক নিয়োগের জন্য বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠান থেকে আবেদনপত্র সংগ্রহের কাজ খুব শিগগিরই শুরু হবে বলে স্বাস্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

#এমএস

Related Articles

Leave a Reply

Close
Close