বিশ্বজুড়ে
জাতিসংঘে গৃহীত হলো রোহিঙ্গা রেজুলেশন
ঢাকা অর্থনীতি ডেস্ক: রোহিঙ্গা ইস্যুতে প্রথমবারের মতো জাতিসংঘে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো প্রস্তাব। বুধবার (১৭ নভেম্বর) সাধারণ পরিষদে ‘মিয়ানমারের রোহিঙ্গাসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক রেজ্যুলেশনটি যৌথভাবে উত্থাপন করে ওআইসি এবং ইইউ।
প্রস্তাবটিতে ১০৭টি দেশ সহ-পৃষ্ঠপোষকতা প্রদান করেছে। ইউরোপীয় ইউনিয়ন এবং ওআইসি ছাড়াও প্রস্তাবে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপানসহ বিভিন্ন দেশ সমর্থন যুগিয়েছে। প্রস্তাবে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় এবং মানবিক সহায়তা দেয়া, জাতীয় কোভিড-নাইনটিন ভ্যাকসিন কর্মসূচিতে তাদেরকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে বাংলাদেশ যে মানবিকতা প্রদর্শন করেছে, তার ভূয়সী প্রশংসা করা হয়।
এছাড়াও কক্সবাজারের আশ্রয়ক্যাম্প থেকে রোহিঙ্গাদের একাংশকে ভাসানচরে স্থানান্তরে বাংলাদেশ সরকার যে বিনিয়োগ করেছে তারও স্বীকৃতি দেয়া হয়। একইসাথে মিয়ানমারকে তাদের সংখ্যালঘু জনগোষ্ঠীকে ফেরত নেয়ার ব্যাপারে আসিয়ানের ৫ দফা নীতিমালা মানার আহ্বান জানানো হয় এ প্রস্তাবে।