দেশজুড়ে
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে মালি গেলেন আরও ১৪০ পুলিশ সদস্য
ঢাকা অর্থনীতি ডেস্কঃ আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগদানের জন্য ঢাকা ছেড়েছেন আরও ১৪০ পুলিশ সদস্য।
সোমবার (২১ ডিসেম্বর) রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা মালির রাজধানী বামাকোর উদ্দেশ্যে উড়ে যান।
পুলিশ সদর দপ্তর জানায়, এই দলটিতে ডেপুটি কমান্ডার এএনএফ মারুফ আব্দুল্লাহর নেতৃত্বে বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিটের সপ্তম রোটেশনের ২য় দলের ৭০ জন্য সদস্য আছেন। আবার তৃতীয় রোটেশনের ২য় দলে আছে আরও ৭০ জন। তাদের নেতৃত্বে আছেন ডেপুটি কমান্ডার মো. সাইফুজ্জামান।
মিশনের উদ্দেশ্যে যাত্রা শুরুর পুর্বে তাদেরকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত হন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মাজহারুল ইসলাম, মিডিয়া ও প্ল্যানিং ডিআইজি মো. তওফিক মাহবুব চৌধুরী প্রমূখ।
/এন এইচ