ঢাকা অর্থনীতি ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় কর্মরত জাতিসংঘের দুই শতাধিক কর্মীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জাতিসংঘ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রয়টার্স তাদের প্রতিবেদনে জানায়, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এবং হিউম্যানিটারিয়ান কোঅর্ডিনেটর ইমরান রেজা জাতিসংঘ সংস্থাগুলোর প্রধানদের চিঠি দিয়ে জানিয়েছেন, করোনায় আক্রান্ত এসব কর্মীকে যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা চলছে। গত দুই মাস ধরে সিরিয়ায় করোনা প্রকোপ বেড়েছে।
সিরিয়ায় করোনার দ্রুত বিস্তার নিয়ে এরইমধ্যে মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ জানিয়েছে। তারা বলছে, নিয়ন্ত্রণে আনতে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।