দেশজুড়েপ্রধান শিরোনাম
জলবায়ু ঝুঁকি সূচকে বাংলাদেশ ৭ম অবস্থানে
ঢাকা অর্থনীতি ডেস্ক: ২০১৯ সালের জলবায়ু ঝুঁকি সূচকে বাংলাদেশ সপ্তম অবস্থানে রয়েছে। দেশ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীতে আর্মি গলফ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মন্ত্রী জানান, বঙ্গবন্ধু সব সময় দুর্যোগ প্রশমনের ওপর জোর দিয়েছেন। দুর্যোগ মোকাবিলায় সরকার সেফ হাউজ তৈরি করেছে। বর্তমানে দেশে ১০০ সাইক্লোন শেল্টার তৈরি করা হয়েছে।
আর্মি গলফ ক্লাবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনার ওপর অনুশীলন অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে অনুশীলনে ২৩ টি দেশের ১৪৭টি সংস্থা অংশগ্রহণ করেন।