দেশজুড়ে
যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে সংঘর্ষ, আহত ১০

ঢাকা অর্থনীতি ডেস্কঃ লক্ষ্মীপুর জেলা যুবলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির বর্ধিত সভাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে শহরের সাহাপুর এলাকায় যুবলীগ সভাপতি সালাহ উদ্দিন টিপু ও সভাপতি প্রার্থী সৈয়দ নুরুল আজিম বাবরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সকালে বর্ধিত সভায় যোগ দিতে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা সভাস্থলে আসতে থাকে। এসময় শহরের সাহাপুর এলাকা থেকে নেতাকর্মীদের নিয়ে আসার পথে সালাহ উদ্দিন টিপুর নেতৃত্বে নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ করেন যুবলীগ সভাপতি প্রার্থী নুরুল আজিম বাবর । তবে সালাহ উদ্দিন মারধরের অভিযোগ অস্বীকার করেন।
অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরজুড়ে পুলিশ সতর্ক রয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
/ আরএইচএস