দেশজুড়ে

জর্ডানে তরুণীকে পাচার, চক্রের মুলহোতাসহ গ্রেপ্তার ৮

ঢাকা অর্থনীকি ডেস্কঃ  জর্ডানে তরুণীকে পাচার করে জিম্মি করে রাখার অভিযোগে চক্রের মুলহোতা সাইফুল ইসলাম ওরফে টুটুল ও তৈয়ব আলীসহ আট জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তদন্তে নেমে বিদেশে লোক পাঠানো নামে টাকা হাতিয়ে নেয়া শতাধিক ভুক্তভোগীর সন্ধান পেয়েছে সংস্থাটি।
দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব এর মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‌্যাব। র‌্যাব জানায় অভিযুক্ত টুটুল এক সময় ছিলেন মুদি দোকানদার আর তৈয়ব আলী চা দোকানী। অল্প সময়ে বেশী আয়ের লোভে টুটুল ও তার প্রধান সহযোগী রাজধানীর বাড্ডায় গড়ে তোলেন টুটুল ওভারসিস, লিমন ওভারসিস ও লয়াল ওভারসিস নামে তিনটি প্রতিষ্ঠান।
চক্রটি ভালো বেতনে চাকরি দেয়ার নাম করে সৌদি আরব, জর্ডান, লেবাননে লোক পাঠানোর কথা বলে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিলো। এরই মধ্যে অর্ধশতাধিক মানুষকে অবৈধভাবে বিদেশে পাচার ও বিক্রী করেছে চক্র।
সংবাদ সম্মেলনে র‌্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক বলেন,’যে দালাল চক্রটিকে আমরা আটক করেছি তারাসহ বেশ কিছু পলাতক আছে। তরণ-তরুনী যারা বিদেশে যেতে চায় তাদেরকে উচ্চ বেতনের কথা বলে দালাল চক্র তাদেরকে বিদেশে পাচার করতো।’
/ আরএইচএস

Related Articles

Leave a Reply

Close
Close