খেলাধুলা
জরিমানা গুণেছেন তামিম ইকবাল
ঢাকা অর্থনীতি ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে জরিমানা গুণেছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল।
ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার শাস্তির সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তামিম। তৃতীয় ওয়ানতে বাংলাদেশ ইনিংসের দশম ওভারে দুশমান্ত চামিরার অফস্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে মিস করেন তামিম।
বল উইকেটরক্ষকের গ্লাভসে জমা পরে। আবেদন করলে আউট দিয়ে দেন আম্পায়ার। পরে অসন্তোষ প্রকাশ করে রিভিউ নেন তামিম। রিপ্লেতে তামিমের ব্যাট মাটিতে লেগেছিল নাকি ব্যাটে তা বোঝা যাচ্ছিলো না।
তাই থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত আর বদলান নি। ম্যাচ শেষে অসন্তোষ প্রকাশ করেন তামিম যাতে আইসিসির আচরনবিধী লঙ্ঘন হয়েছে। তবে তামিম দোষ স্বীকার করলে শুনানির প্রয়োজন পড়েনি।