দেশজুড়ে
জম্মু-কাশ্মীরে নির্যাতনের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ জম্মু-কাশ্মীরে মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে জুমার নামাজের পর বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। সেখানে কাশ্মিরের মুসলমানদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।
শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে জুমার নামাজের পর জাতীয় মসজিদের সামনে বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভের আয়োজন করে।
সমাবেশ থেকে, কাশ্মীরের মুসলিম নির্যাতন বন্ধ করতে মুসলিম উম্মাহর প্রতি ঐক্যের ডাক দেয়া হয়। পাশাপাশি বক্তারা, ভারত সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করে স্বাধীন হিসেবে কাশ্মীরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
পরে, পল্টন মোড় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত দীর্ঘ বিক্ষোভ মিছিল বের করা হয়।