দেশজুড়ে

জন্ম নিল চার পায়ের মুরগির বাচ্চা

ঢাকা অর্থনীতি ডেস্ক: হাস-মুরগী বা পাখী জাতীয় এ প্রানীগুলোর চলাচলের জন্য সাধারনত দুটি পা থাকে। কিন্তু কুড়িগ্রামের নাগেশ্বরীতে চার পায়ের একটি মুরগির বাচ্চা জন্ম হয়েছে। বাচ্চাটির চারটি পা থাকলেও সে স্বাভাবিকভাবেই অন্যান্য মুরগীর মত চলাচল করতে পারছে।

উপজেলার কচাকাটা ইউনিয়নের ব্যাপারিটারী গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে দুই সপ্তাহ আগে এ মুরগির বাচ্চাটির জন্ম হয়।

আমিনুল ইসলামের স্ত্রী নুরী আক্তার জানান, আমার পালিত একটি মুরগী সাতটি ডিম দিয়েছে। সেই ডিমগুলি বাচ্চা ফুটানোর জন্য দেয়া হয়েছিল। পরে এর মধ্য থেকে কয়েকটা ডিম নষ্ট হয়ে যায়। বাকি দুটি ডিম থেকে দুটি বাচ্চার জন্ম হয়। তার মধ্যে একটি বাচ্চার চারটি পা রয়েছে, অন্যটির দুটি। বাচ্চাটির চলাচলের সময় দুটি পা ব্যবহার করছে আর দুটি পা তুলনামূলক একটু ছোট হওয়ায় দুটি পাই ব্যবহার করছে। তবে চলাচলে তেমন কোন সমস্যা হচ্ছে না বলেও জানান নুরী আক্তার।

এ বিষয়ে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই সরকার জানান, জন্মগত ত্রুটির কারণে অনেক সময় একাধিক পা নিয়ে মুরগির বাচ্চার জন্ম হয়ে থাকে। এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বার্থ এনোমেলিজ বলে। বাংলা ভাষায় যার অর্থ জন্মগত অসঙ্গতি বা ত্রুটি।

Related Articles

Leave a Reply

Close
Close