দেশজুড়েপ্রধান শিরোনামবিশ্বজুড়েসাভারস্থানীয় সংবাদ

জনমুখী জনপ্রশাসন সফল করতে কাজ করে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: জনমুখী জনপ্রশাসন চূড়ান্তভাবে সফল করতে কাজ করে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন এমপি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধায় সাভারের বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রে আয়োজিত ‘জনপ্রশাসন এবং উন্নয়ন’ শীর্ষক ৭ম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে তিনি একথা জানান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সফলতার কথা তুলে ধরে এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, মন্ত্রণালয় থেকে ভালো কাজের জন্য স্বীকৃতি-পুরষ্কার প্রদানের পাশাপাশি সেবা প্রদানে কেউ অনিয়ম-দুর্ণীতি করলে তার বিরুদ্ধে শাস্তি বাস্তবায়ন করা হচ্ছে। সাধারন মানুষ যেন জনপ্রশাসনের কাছ থেকে তাদের কাঙ্খিত সেবা পায় সে বিষয়ে সব পর্যায়ে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

জনপ্রশাসন সংক্রান্ত নতুন ভাবনা বিনিময়, চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিশ্লেষনের মাধ্যমে সমাধান বের করার উদ্দেশ্যে আয়োজিত  ৪ দিন ব্যাপী এই  সম্মেলন শেষ হবে আগামী ৮ ফেব্রুয়ারি। সম্মেলনে ৩০ জন আন্তর্জাতিক গবেষক অংশগ্রহন করছেন। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ১২৫টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Close
Close