দেশজুড়ে

জজের স্বাক্ষর জালিয়াতি; আইনজীবীসহ গ্রেফতার ২

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা জজের স্বাক্ষর ও সিল জালিয়াতির মামলায় এক শিক্ষানবিস আইনজীবীসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলো, শিক্ষানবিশ আইনজীবী মেহেদী হাসান ও আদালতের স্টেনোগ্রাফার ফখরুল।

পুলিশ জানায়, বাঞ্চারামপুরের মৃত রফিকুল ইসলামের ব্যাংক অ্যাকাউন্টের টাকা তুলতে স্ত্রী নারগিস যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে সাকসেশন সার্টিফিকেটের জন্য আবেদন করেন। পরে শিক্ষানবিশ আইনজীবী মেহেদী হাসান ও আদালতের স্টেনোগ্রাফার তার কাছ থেকে টাকার বিনিময়ে একটি সাকসেশন সার্টিফিকেট তৈরি করে দেন।

পরে সার্টিফিকেট নিয়ে ব্যাংকে টাকা তুলতে গেলে সেটি ভুয়া বলে জানানো হয়। এ ঘটনায় শিক্ষানবিশ আইনজীবী মেহেদী হাসান ও আদালতের স্টেনোগ্রাফার ফখরুলের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন ভুক্তভোগী নারগিস।

Related Articles

Leave a Reply

Close
Close