দেশজুড়ে

ছেলের আশা করে কন্যা সন্তান জন্ম হওয়ায় হত্যা করল বাবা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সিরাজগঞ্জের বেলকুচিতে দ্বিতীয় দফায় কন্যা সন্তান জন্ম হওয়ায় ক্ষোভে বাবা তার শিশু কন্যাকে শ্বাসরোধে হত্যার পর বাড়ির পাশের ডোবায় ফেলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার(১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার মুকন্দগাঁতি মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত ৯ মাস বয়সী শিশু সুমাইয়া খাতুন ওই মহল্লার বদিউজ্জামানের মেয়ে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ৭ বছর আগে তাঁত শ্রমিক বদিউজ্জামানের সাথে পাবনার চাটমোহরের মির্জাপুর গ্রামের সিকেন্দার আলীর মেয়ে সুন্দরী খাতুনের বিয়ে হয়। কয়েক বছর আগে তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। এ নিয়েও তাদের সংসারে অসন্তোষ চলছিল। এরপর একটি ছেলে সন্তানের আশা করলেও ৯ মাস আগে তাদের সংসারে সুমাইয়া নামে আরেকটি কন্যা সন্তানের জন্ম হয়।

 এ নিয়ে সংসারে অসন্তোষ চলছিল। এরপর একটি ছেলে সন্তানের আশা করলেও ৯ মাস আগে তাদের সংসারে আরেকটি কন্যা সন্তানের জন্ম হয়। এ কারণে প্রায় স্ত্রীকে মারধর করতো বদিউজ্জামান। এ অবস্থায় শুক্রবার সকালে শিশু সুমাইয়াকে হত্যার পর বাড়ির পাশের ডোবায় ফেলে দেয় সে।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে বদিউজ্জামান পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close