দেশজুড়েপ্রধান শিরোনাম
‘ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে হত্যা ফৌজদারী অপরাধ’
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে হত্যা ফৌজদারী অপরাধ উল্লেখ করে পুলিশ সদর দপ্তর আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছে।
শনিবার (২০ জুলাই) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই আহ্বান জানানো হয়।
পুলিশ সদর দপ্তরের এই বার্তায় বলা হয়, ‘ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে হত্যা ফৌজদারী অপরাধ। আইন নিজের হাতে তুলে নিবেন না।’
ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যার প্রতিটি ঘটনার তদন্ত শুরু হয়েছে জানিয়ে পুলিশ সদরদপ্তর বলেছে,“এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।”
সম্প্রতি দেশের কয়েকটি স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর এই বার্তা পাঠিয়েছে।
পদ্মা সেতু নির্মাণ কাজে ‘মানুষের মাথা লাগবে’ বলে সম্প্রতি ফেইসবুকে গুজব ছড়ানো হয়, যাতে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানায় সরকার। গুজব ছড়ানোর অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়।