বিশ্বজুড়ে
ছুরিকাহত ইন্দোনেশিয়ার নিরাপত্তা মন্ত্রী
ঢাকা অর্থনীতি ডেস্ক: ইন্দোনেশিয়ার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী উইরানতো ছুরিকাহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দেশটির জাফা দ্বীপের বেনতেন প্রদেশে হামলার শিকার হন তিনি। এ সময় গাড়ি থেকে নেমে হেলিকপ্টারের উঠছিলেন তিনি। এ ঘটনায় এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।
জোকো উইদোদো প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের এক সপ্তাহের মাথায় হামলার এই ঘটনা ঘটল। ঘটনার পরপরই মন্ত্রী উইরানতোকে হেলিকপ্টার যোগে রাজধানী জাকার্তায় একটি হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানায়, ছুরিকাঘাতে তার পাকস্থলীতে দু’টি ক্ষতের সৃষ্টি হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল। এছাড়া হামলায় আহত হয়েছেন একজন পুলিশ কর্মকর্তাসহ তিন জন।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান বুদি গুণওয়ান জানান, ধারণা করা হচ্ছে আটক ব্যক্তিরা আইএসের সাথে যুক্ত জামায়াত আনসারুত দৌলা-জেডি নেটওয়ার্কের অংশ।
৭২ বছর বয়সী দেশটির সাবেক সেনাপ্রধান উইরানত ২০০৪ সালে প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। ২০১৬ সাল থেকে তিনি ইন্দোনেশিয়ার নিরাপত্তাবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
/এসএম