দেশজুড়েপ্রধান শিরোনাম
ছুটির দিনে বইমেলা জমজমাট
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভিন্ন বয়সি পাঠক-দর্শকের আনাগোনায় ছুটির বিকালে জমে উঠেছে অমর একুশে বইমেলা।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার তৃতীয় দিন। চিরায়ত প্রথা মেনে এবারের বইমেলায় প্রথম শিশুপ্রহর শুরু হয়েছে শুক্রবার সকাল ১১টায়। বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা শিশু চত্বরে শিশুপ্রহর উদ্বোধন করেন।
তিনি বলেন, ‘প্রতিবছরের মতো এবারও শিশুপ্রহর মেলায় আসা শিশুদের জন্য বিশেষ আয়োজন সাজিয়েছে। শিশু চত্বরটিও করা হয়েছে একটু বড় পরিসরে। সব মিলিয়ে শিশু চত্বরে এসে শিশু-কিশোররা তাদের প্রিয় বই কেনার পাশাপাশি আনন্দে মেতে উঠবে।’
ছুটির দিন হওয়ায় শুক্রবার সকালেই মা-বাবা ও স্বজনদের সঙ্গে মেলায় ভিড় করে শিশুরা। ছয় বছরের নাহিয়ান নূরও তার বাবার সঙ্গে এসেছিল বইমেলার উৎসবে যোগ দিতে। নাহিয়ানের পছন্দ সিসিমপুর, তাই মেলায় ঢুকেই শিশু চত্বরে সিসিমপুর স্টলে তাকে নিয়ে যান বাবা নাজমুল আলম। তিনি বলেন, ‘যেহেতু ছুটির দিন, ভিড় হবে জানি। এজন্য সকাল সকাল চলে আসছি। আমার ছেলে সিসিমপুরের বইগুলো পছন্দ করে। বাসায় অনুষ্ঠানগুলো দেখে, সিসিমপুরের স্টল থেকে বই কিনেছি।’
শিশুরা তাদের পছন্দের বই কেনার পর সিসিমপুর মুক্তমঞ্চে জমল তাদের নাচ, গান আর খেলা।
/আরএম