দেশজুড়েপ্রধান শিরোনাম

ছিনতাইকৃত ৩০ লাখ টাকা ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার -৫

নিজস্ব প্রতিবেদক (গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈর উপজেলা খাড়া জোড়া এলাকা থেকে ছিনতাই কৃত ৮০ লাখ ২২টাকার মধ্যে রবিবার র‌্যাব-১ সদস্যরা অভিযান চালিয়ে ৩০ লাখ ৬৮ হাজার টাকা অস্ত্র ও গুলি উদ্ধার করেছেন।

গত ৭ জুন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়া জোড়া নামক এলাকা থেকে ছিনতাই কৃত টাকা ইনক্রিডিবল ফ্যাশন লিমিটেড ৮০ লাখ ২২ হাজার টাকা ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগে র‌্যাব-১ সদস্যরা ঢাকা মহা-নগরী ও সাভার,আশুলিয়া, মগবাজার, ডেমরা অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছেন ।

গ্রেফতার কৃতদের কাছ থেকে ৩০ লাখ ৬৮ হাজার টাকা, একটি প্রিমিও প্রাইভেট কার (চট্ট মেট্রো -গ ১১-৭৬৫৩), ৩ টি মোটর সাইকেল (বরিশাল মেট্রো-ল-১১-০৭২৭, ঢাকা মেট্রো হ ৬৪-১৭১৪, ঢাকা মেট্রো ল-১৮-০১৬১) ১ বিদেশী রিভালবার, ১ বিদেশী পিস্তল, ২১ রাউন্ড গোলাবারুদ, ২টি ম্যাগজিন, ৩টি পাসর্পোট এবং ২৮টি মোবাইল ফোন উদ্ধার করছেনে।

গ্রেপ্তারকৃতরা বরগুনা জেলার আমতলী উপজেলার গোডাংগা গ্রামের সুলতান হাওলাদারের ছেলে রিয়াজ উদ্দিন (৩৬),পটুয়াখালী জেলার পটুয়াখালী উপজেলার দ¶িণ বহাল গাছিয়া গ্রামের মৃত আব্দুস সাত্তার ফকিরের ছেলে সাগর মাহমুদ (৪০), বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার খানপুরা গ্রামের মৃত গঞ্জের আলীর ছেলে জলিল (৪০), রাজবাড়ি জেলার রাজবাড়ী উপজেলার খানখানাপুর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ইসমাইল হোসেন ওরফে মামুন (৪৫) ও টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ভাত গ্রামের মৃত দয়াল মন্ডলের ছেলে মনোরঞ্জন ওরফে বাবু (৪১)।

উত্তরা র‌্যাব-১ সদস্যরা জানান, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানায় তারা প্রায় ৪-৫ মাস পূর্বে ছিনতাইকারী দলের হোতা জলিলের পরিকল্পনায় ইসমাইল হোসেন ওরফে মামুন ও মনোরঞ্জন মন্ডল ওরফে বাবু র্টাগেট সিলিকেশনের কাজ শুরু করনে। তারা গাজীপুর, আশুলিয়া, কালিয়াকৈর এলাকায় বশে কিছু গার্মেন্টস ফ্যাক্টরী শ্রমিকদের বেতন সংগ্রহ, প্রক্রিয়া যাচাই বাছাই করে ইনক্রিডেবল গামেন্টস ফ্যাক্টর্ধীসঢ়; থেকেটার্গটে করনে।

ইনক্রেডিবল ফ্যাক্টরী শ্রমিকদের বেতন ক্যাশে প্রদান করা হয়। ব্যাংক হতে টাকা সংগ্রহের সময় কোনো অস্ত্রধারী নিরাপত্তাপ্রহরী থাকে না। তাদরে পরিকল্পনা মোতাবেক গ্রেপ্তারকৃত মনোরঞ্জন মন্ডল ওরফে বাবু উক্ত গার্মেন্টেস একজন সাব-কন্টাক্টরের কর্মী হিসেবে মার্চের দ্বিতীয় সপ্তাহ হতে আসা যাওয়া শুরু করে।

সে গার্মেন্টসের অন্যান্য কর্মী, নিরাপত্তা প্রহরী, পাার্শ¦বর্তী দোকান ও অন্যান্য সূত্র হতে কৌশেল যাবতীয় তথ্য সংগ্রহ করনে।তার তথ্যমতেই ছিনতাইকারী চক্রটি ডাকাতি পরিকল্পনা চূড়ান্ত করে। গত ৭ জুন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়া জোড়া নামক এলাকা থেকে ছিনতাই কৃত টাকা ইনক্রিডিবল ফ্যাশন লিমিটেড ৮০ লাখ ২২ হাজার টাকা ছিনতাই করে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close