দেশজুড়েপ্রধান শিরোনাম

ছিনতাইকারী সন্দেহে রাজধানীতে গ্রেপ্তার ৯৩

ঢাকা অর্থনীতি ডেস্ক: রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে গত ২৪ ঘণ্টায় ৯৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান।

তিনি জানান, রমনা বিভাগ ৮ জন, মতিঝিল বিভাগ ১৪ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ারী বিভাগ ১০ জন, তেজগাঁও বিভাগ ১৯ জন, মিরপুর বিভাগ ৪ জন, উত্তরা বিভাগ ৮ জন ও গুলশান বিভাগ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Close
Close