সাভারস্থানীয় সংবাদ
ছাদ থেকে পড়ে জাবি ছাত্রের মৃত্যুর ঘটনায় সুইসাইড নোট উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ রফিক-জব্বার হলের পাঁচ তলার ছাদ থেকে পড়ে মারা গেছে অমিত কুমার বিশ্বাস নামে এক ছাত্র। তবে নিহতের ছাত্রের থাকার কক্ষ থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হাতের লেখার সাথে সুইসাইড নোটের লেখা মিল পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের ছাদ থেকে পড়ে তিনি মারাত্মকভাবে আহত হন। প্রথমে বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে এনাম মেডিকেলে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ছাত্র অমিত কুমার বিশ্বাস খুলনার দৌলতপুর থানার অজয় কুমার বিশ্বসের ছেলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৫ তম ব্যাচের উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র ছিলেন ও শহীদ রফিক জব্বার আবাসিক হলে থাকতেন।
বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের প্রভোস্ট অধ্যাপক ড. সোহেল আহমেদ এতথ্য নিশ্চিত করেছেন।
সুইসাইড নোটে লেখাছিলো-‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমার মস্তিষ্কই আমার মৃত্যুর জন্য দায়ী, আমি নিজেই নিজের শত্রু হয়ে পড়েছি অজান্তেই, নিজের সাথে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত। আর না। এবার মুক্তি চাই। প্রিয়-মা, বাবা, ছোটবোন সবাই পারলে আমাকে ক্ষমা করে দিও। -অমিত’
প্রভোস্ট বলেন, প্রথমে ধারনা করেছিলাম বৃষ্টিতে ভিজতে পা পিছলে ছাদ থেকে পড়ে অমিতের মৃত্যু হয়েছে। কিন্তু পরে তার রুমে থেকে সুইসাইড নোট পাওয়া পর থেকে বিষয়টি নিয়ে আমরা হতবাক। প্রাথমিকভাবে তার হাতের লেখার সাথে সুইসাইড নোটের লেখার সাথে মিল পেয়েছি। পুলিশ তদন্ত করে বিষয়টি নিশ্চিত করবেন।
তবে নিহত অমিত কোন মানসিক সমস্যায় ছিলো কিনা? বা কি ধরনের সমস্যা-এ বিষয়ে কোন ধারণা দিতে পারেনি, তারা বন্ধু ও সহপাঠিরা।
এদিকে নিহত অমিতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।
আশুলিয়া থানার এস আই দেলোয়ার হোসেন বলেন, একটি সুইসাইড নোট পেয়েছি। তদন্ত করে ও পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।