দেশজুড়েপ্রধান শিরোনাম

ছাত্রলীগ নেত্রী নিশিতা গ্রেপ্তার

ঢাকা অর্থনীতি ডেস্ক: নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল ওরফে নদীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলফাতারা কাজলকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি।

গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা এবং মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিং এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক গণমাধ্যমকে জানান, দুজনের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় মামলা আছে। এই মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির ডিবি সূত্র জানায়, দুদিন আগে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতাল এলাকায় একটি ঝটিকা মিছিল বের করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সেই মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন নদী ও কাজল।

Related Articles

Leave a Reply

Close
Close