দেশজুড়েপ্রধান শিরোনাম

ছাত্রদলের ফজলুর-ইকবালের কার্যক্রমে নিষেধাজ্ঞা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ছাত্রদলের নবনির্বাচিত নেতৃত্বের কার্যক্রমের ওপরে স্থগিতাদেশ দিয়েছেন আদালত। তা ছাড়া আগামী ৭ দিনের মধ্যে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আজ সোমবার ঢাকার চতুর্থ সহকারী জজ আদালত এই আদেশ দেন।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেন। গত ১৮ সেপ্টেম্বর রাতে ছাত্রদলের কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হন ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক হন ইকবাল হোসেন। তবে আজ বাদী পক্ষের আবেদনের ভিত্তিতে নবনির্বাচিত এ নেতৃত্বের কার্যক্রম ওপর আদালত স্থগিতাদেশ দিয়েছেন।

গত ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিল হওয়ার কথা ছিল। তবে ১২ সেপ্টেম্বর আগের কমিটির ধর্ম বিষয়ক সহসম্পাদক আমান উল্লাহ ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতে মামলা করেন। তখন শুনানি নিয়ে আদালত ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। একই সঙ্গে ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছিলেন। পাশাপাশি বিএনপির মহাসচিবসহ ১০ জন বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

এ স্থগিতাদেশের মধ্যেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় গত ১৮ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

#এমএস

Related Articles

Leave a Reply

Close
Close