দেশজুড়ে

ছাত্রদলের চার দিনের আল্টিমেটাম!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ হঠাৎ  করেই ৬ জুন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বাতিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে হতবাক সংগঠনটির নে তাকর্মীরা। সূত্র বলছে, কমিটিবিহীন ছাত্রদলের নেতা-কর্মীরা গণঅনশনের প্রস্তুতি নিচ্ছে।

রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ছাত্রদল কমিটির মেয়াদোত্তীর্ণ যাওয়ায় এই কমিটি ভেঙে দেওয়া হয়েছে। ছাত্রদলের কমিটি ভেঙে দেয়ার কারণ ও নতুন কমিটির বিষয়ে সুনির্দিষ্ট কোনো রূপরেখা জানানো হয়নি। এ বিষয়ে তারেক রহমানও কারো সঙ্গে যোগাযোগ করছেন না বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

এরইমধ্যে ছাত্রদলের বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দ প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বলেও জানা গেছে। কমিটি পুনর্গঠনের জন্য চার দিনের সময় বেঁধে দিয়েছেন তারা। বলা হয়েছে, মঙ্গলবারের মধ্যে কমিটি পুনর্গঠিত না হলে বুধবার থেকে গণঅনশনে যাবে ছাত্রদল কর্মীরা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্রদলের কমিটির মধ্যে আওয়ামী লীগের এজেন্ট আছে। এর ফলে আন্দোলন-অনশনের কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রদল।

রিজভীর এমন বক্তব্যকে দোষারোপের পুরনো অভ্যাস বলে উল্লেখ করছে বিশ্লেষকরা।

Related Articles

Leave a Reply

Close
Close