বিশ্বজুড়ে

ছবি তুলতে গিয়ে হাতির আক্রমনে যুবকের মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ক্যামেরায় জুম করে ছবি তুলতে গিয়ে হাতির আক্রমনে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৩ নভেম্বর) বিকেলে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার আতাডিহা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত যুবকের নাম আশিস শীট (৩৫); বাড়ি হাওড়া জেলার মৌড়িগ্রামে। বেসরকারি একটি সংস্থায় চাকরি করতেন তিনি ।

স্থানীয় বাসিন্দারা জানান, জঙ্গলের মধ্যে ঢুকে আশিস বলে দামি ক্যামেরায় জুম করে দূর থেকে ছবি তোলা যাবে। হাতের কাছে হাতির দলকে দেখতে পেয়ে ক্যামেরা জুম করে ছবি তুলতে গিয়ে বিপত্তি ঘটে। জঙ্গলের মধ্যে পাশ থেকে হাতি কাছে চলে এলেও বুঝতে পারেননি তিনি। বন্ধুরা হাতি দেখে গর্তে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচালেও আশিসকে হাতি শুঁড়ে তুলে আছাড় মারে। তাঁর ক্যামেরাও ভেঙে দেয়।

কিছুক্ষণ হাতির দল তাঁকে ঘিরে রাখে। এরপর স্থানীয় মানুষজনের চিৎকারে হাতি আশিসকে ছেড়ে জঙ্গলের দিকে ঢুকে পড়ে। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে সাঁকরাইল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় গেলে চিকিৎসকরা আশিসকে মৃত বলে ঘোষণা দেন।

Related Articles

Leave a Reply

Close
Close