দেশজুড়েপ্রধান শিরোনাম

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চুয়াডাঙ্গার দামুড়হুদার ঠাকুরপুর সীমান্তে বিএসএফের বিরুদ্ধে ওমেদুল ইসলাম নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার ভোরে সীমান্তের কাছে গরু আনতে গেলে তাকে গুলি করে হত্যা করে বিএসএফ সদস্যরা। নিহত ওমেদুল ইসলাম ঠাকুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন। এ ঘটনার প্রতিবাদ ও মরদেহ ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, রোববার ভোরে ওমেদুলসহ ৪-৫ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী সীমান্তে যায় গরু আনতে। ভোর ৪টার দিকে তারা সীমান্তের জিরো পয়েন্টের কাছাকাছি গেলে বিএসএফের টহল দল তাদের ধাওয়া ও গুলি করে। ওই সময় অন্যরা পালিয়ে এলেও বিএসএফের গুলিতে মারা যান ওমেদুল। পরে তার মরদেহ ভারতের অভ্যন্তরে ৮৯নং পিলারের কাছে ফেলে রাখে বিএসএফ।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান জানান, ঘটনার কড়া প্রতিবাদ ও মরদেহ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close