দেশজুড়ে

চুরি করে ১০ হাজার টাকায় শিশুকে বিক্রি, নারীসহ গ্রেফতার ৩

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সুনামগঞ্জে চুরি করে বিক্রির তিনদিন পর তিন বছরের শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলার পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান।

গ্রেফতারকৃতরা হলেন একই গ্রামের জোবেদা, মাবেল ও কবির।

মো. বরকতুল্লাহ খান বলেন, গত ১৩ আগস্ট জামালগঞ্জের লক্ষ্মীপুর গ্রামের ৩ বছরের শিশু রাফসান মিয়াকে চুরি করে একই গ্রামের জোবেদা খাতুন ও মাবেল মিয়া। পরদিন সর্দারপুর গ্রামের কবির হোসেনের কাছে ১০ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করে দেয়া হয়।

এ ঘটনায় জামালগঞ্জ থানায় মামলা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনদিন পর রাফসানকে উদ্ধার করে পুলিশ।

Related Articles

Leave a Reply

Close
Close