দেশজুড়েপ্রধান শিরোনাম
চুয়াডাঙ্গার তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস
ঢাকা অর্থনীতি ডেস্ক: শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে চুয়াডাঙ্গায়। ঠান্ডা বাতাস আর কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। তীব্র শীতে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।
হিমেল হাওয়ার কারণে জনজীবনে তীব্র শীত অনুভূত হচ্ছে। শীত থেকে রক্ষা পেতে আগুন, খড়কুটো জালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে সাধারণ মানুষ। এদিকে তীব্র শীতের কারণে সন্ধ্যার পর ঘরের বাইরে বের হতে পারছে না সাধারণ মানুষ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। কয়েক দিন জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। আরও কয়েক দিন তা অব্যাহত থাকবে। এ ছাড়া সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।