আমদানি-রপ্তানীশিল্প-বানিজ্য
চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে আগ্রহী : ট্রাম্প
ঢাকা অর্থনীতি ডেস্ক: চীন এখনও যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্য চুক্তি করতে চাইছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মন্তব্য থেকে এ আভাস পাওয়া যাচ্ছে যে, তিনি হংকং বিষয়টির চেয়েও বাণিজ্য আলোচনাকে বেশি অগ্রাধিকার দিতে চাইছেন।
ট্রাম্প হোয়াইট হাউজে সোমবার এ মন্তব্য করেন। চীনের একটি ঘোষণার পরে এ মন্তব্য করা হয়। হংকং’এ মানবাধিকার ও গণতন্ত্রকে সমর্থন করা দু’টি বিল আইনে পরিণত করার জন্য প্রেসিডেন্টের স্বাক্ষরের প্রত্যুত্তরে চীন যেসব পালটা পদক্ষেপ হাতে নিতে যাচ্ছে তার রূপরেখা প্রকাশ করে।
চীনের প্রতিক্রিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে, ট্রাম্প বলেন, “চীন একটি চুক্তি করতে চাইছে। আমরা দেখব, কী ঘটে”।