দেশজুড়ে
চীনে আটকে পড়াদের দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনাভাইরাস এর প্রাদুর্ভাবের কারণে চীনে আটকে পড়াদের মধ্যে যারা দেশে ফিরতে চাইবেন তাদের ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চীনের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
চীনে করোনাভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে। আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজার ৭’শ জন বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল হেলথ কমিশন।
এদিকে, চীনের উহান শহর থেকে নিজ দেশের শিক্ষার্থীদের বের হওয়ার অনুমতি দিতে আহ্বান জানিয়েছে ভারত সরকারও।
আক্রান্ত হওয়ার ১৪ দিনের মধ্যে ভাইরাসটি বংশবৃদ্ধি করে। তাই অসুস্থতার লক্ষণ প্রকাশের আগেই তা ছড়িয়ে পড়তে পারে অন্যদের শরীরে। এদিকে, এই ভাইরাসে আক্রান্ত পঞ্চম রোগীকে শনাক্ত করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
/এন এইচ