বিশ্বজুড়ে
চীনের সহায়তায় পারমাণবিক অস্ত্র বানাচ্ছে সৌদি আরব!
ঢাকা অর্থনীতি ডেস্কঃ চীনের সহায়তায় সৌদি আরব ক্ষেপণাস্ত্র নির্মাণকেন্দ্র স্থাপন করেছে বলে বিস্তারিত তথ্যপ্রমাণ পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর তাতে ট্রাম্প প্রশাসনের সায় আছে বলে ধারণা করছেন অনেক মার্কিন সিনেট সদস্য।
বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্যজানা গেছে। তাতে বলা হয়, সৌদি আরবের ক্ষেপণাস্ত্র প্রকল্পে (ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম) সরাসরি সাহায্য করছে চীন।
মার্কিন গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, ক্ষেপণাস্ত্র মজুত বাড়াতে সম্প্রতি চীন থেকে ক্ষেপণাস্ত্র নির্মাণকেন্দ্রের প্রয়োজনীয় অবকাঠামো ও প্রযুক্তি কিনেছে সৌদি আরব।
অনেক মার্কিন সিনেটর মনে করছেন, সৌদি আরবের এমন কার্যক্রমের পেছনে ট্রাম্প প্রশাসনের নীরব অনুমোদন আছে। কারণ ইরানকে ঠেকাতে যুক্তরাষ্ট্র এ কৌশল নিয়ে থাকতে পারে।