প্রধান শিরোনামবিশ্বজুড়ে
চীনের প্রেসিডেন্টে ভেবে কিমের কুশপুতুল পোড়াল বিজেপি!
ঢাকা অর্থনীতি ডেস্কঃ লাদাখে চীন সেনার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে চীনা প্রেসিডেন্ট ভেবে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কুশপুতুল পোড়ানোর মিশনে নেমে গেছেন ভারতের একদল বিজেপি কর্মী। এরইমধ্যে তাদের এই প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শুরু হয়ে গিয়েছে কটাক্ষ, সমালোচনাও।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত সোমবার লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২০ ভারতীয় সেনা। এই ঘটনার প্রতিবাদে চীনা পণ্য বয়কটের ডাক দিয়েছে ভারতীয়রা। বিভিন্ন জায়গায় চলছে চীনবিরোধী বিক্ষোভ।
সেভাবেই বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আসানসোলের বিজেপি কর্মীরা চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কুশপুত্তলিকা দাহ করার কর্মসূচি গ্রহণ করেছিলেন। কিন্তু কর্মসূচি পালন করতে গিয়ে বেঁধেছে বিপত্তি।
স্থানীয় এক বিজেপি নেতা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কিম জং উনকেই বলে ফেলেছেন চীনের প্রেসিডেন্ট। এরপর থেকেই বিষয়টি হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগামধ্যমে। এ নিয়ে অবশ্য অনেকে কটাক্ষও করেছেন। বলছেন, আসল শত্রুকে চিনতে না পারলে বিপদ আরো বাড়বে।
/এন এইচ