বিশ্বজুড়ে
চীনা পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ, আভাস দিলেন ট্রাম্প
ঢাকা অর্থনীতি ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিং পিং এর সাথে তাঁর আসন্ন আলোচনা ফলাফল নিয়ে আসতে ব্যর্থ হলে চীনের উপর অতিরিক্ত শুল্ক আরোপের আভাস দিয়েছেন।
ফক্স বিজনেস নেটওয়ার্ককে গতকাল দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, কোনরকম চুক্তিতে উপনীত হওয়া না গেলে আরও ৩০ কোটি ডলার মূল্যমানের চীনা পণ্যের উপর দশ শতাংশ শুল্ক আরোপ তিনি বিবেচনা করে দেখতে পারেন। দুই পক্ষ একে অন্যের কয়েক’শ কোটি ডলার পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক ইতিমধ্যে আরোপ করেছে।
পশ্চিম জাপানের ওসাকায় জি ২০ শীর্ষ সম্মেলনের বাইরে আগামী শনিবার শি’র সাথে আলোচনায় বসার আগে এই মন্তব্য ট্রাম্প করেন। দুই পক্ষ একে অন্যের পণ্যের উপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করে যাওয়ার মধ্যে দিয়ে গত মাস থেকে বাণিজ্য সংঘাত তীব্র হয়ে আসে।
যুক্তরাষ্ট্র চীনের বিশাল আকারের টেলি যোগাযোগ কোম্পানি হুয়াওয়ে’র সাথে সরকারের অনুমতি ছাড়া বাণিজ্যে জড়িত হওয়া মার্কিন কোম্পানির জন্য নিষিদ্ধ করেছে। চীন এই পদক্ষেপের কঠোর বিরোধিতা করছে।