বিশ্বজুড়ে
চীনকে ‘চোর’ বলে আখ্যায়িত করলেন ট্রাম্প
ঢাকা অর্থনীতি ডেস্কঃ আমেরিকা থেকে চীন ‘বিশাল অঙ্কের অর্থ চুরি করে নিয়ে গেছে’ বলে অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি মার্কিন প্রতিষ্ঠানগুলোকে দেশটির বিকল্প খোঁজার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (২৩ আগস্ট) বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টার দিকে নিজের ভেরিফাইড টুইটারে দেওয়া পোস্টে এমন আহ্বান জানান তিনি।
ট্রাম্প লিখেছেন, ‘আমাদের দেশ বছরের পর বছর চীনের সঙ্গে বোকার মতো ঠকেছে। তারা বছরে শত শত কোটি ডলারের মেধাস্বত্ব চুরি করেছে। এটা করেই যেতে চায়।’
ট্রাম্প টুইটে বলেছেন, ‘আমি এটা আর হতে দেব না। চীনকে আমাদের দরকার নেই। তাদের ছাড়াই আমরা বেশি ভালো থাকব। বছরের পর বছর, দশকের পর দশক ধরে তারা আমেরিকা থেকে বিশাল অঙ্কের ডলার চুরি করেছে। এটা থামাতেই হবে।’
চীনের সঙ্গে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধ এখন বহুল আলোচিত ইস্যু। চীনের পণ্যে ট্রাম্প শুল্কারোপের পর চীনও আমেরিকান পণ্যে শুল্কারোপের ঘোষণা দিয়েছে।
ট্রাম্প বলছেন, তিনি এর বিরুদ্ধে কিছু একটা করবেন। এটা তার দেশের জন্য ‘বড় একটি সুযোগ’ বলেও মনে করেন তিনি।