খেলাধুলাপ্রধান শিরোনাম
চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি আজ
ঢাকা অর্থনীতি ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে শনিবার থেকে শুরু হয়েছে এশিয়া কাপ। আসরের দ্বিতীয় দিনে আজ রবিবার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বাংলাদেশ রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ উইকেটে হেরেছিল ভারত।
ওই ম্যাচে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের জয়ের পথ তৈরি করে দিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। এবার একই মাঠে যখন প্রতিশোধ মিশনে নামবে ভারত, তখন পাকিস্তান নামবে আফ্রিদিকে ছাড়াই। ডান হাঁটুর চোটের কারণে এশিয়া কাপে খেলা হচ্ছে না আফ্রিদির।
এবারের এশিয়া কাপের শুরুতেই চমক দেখিয়েছে আফগানিস্তান। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের ৮ উইকেটের হারিয়েছে মোহাম্মদ নবীর দল। শ্রীলঙ্কার দেওয়া ১০৬ রানে লক্ষ্যে আফগানরা পৌঁছে গেছে ১০ দশমিক ১ ওভারেই।