দেশজুড়েপ্রধান শিরোনাম

স্ত্রীকে তালাক না দেয়ায় স্বামীকে শিকলে বেঁধে নির্যাতন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ স্ত্রীকে তালাক না দেয়ায় মিল্টন হোসেন নামে এক যুবককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রঘুনিলী গ্রামে এ ঘটনা ঘটেছে।

সরেজমিনে দেখা যায়, বাড়ির বারান্দায় লোহার শিকলে মিল্টনকে বেঁধে রাখা হয়েছে। মিল্টনের দুই হাত, দুই পা ও কোমরে শিকল দিয়ে বাঁধা। পৃথক তিনটি শিকলে ঝুলছে বড় বড় তিনটি তালা।

শিকলবন্দি মিল্টন বলেন, বৃহস্পতিবার রাতে মা-বাবা ও বোন মিলে আমাকে নির্যাতনের পর বেঁধে রেখেছে। স্ত্রীকে তালাক দিতে চাপ দিচ্ছিলেন মা-বাবা। কিন্তু তাতে রাজি না হওয়ায় সবাই মিলে আমাকে এভাবে নির্যাতন চালায়।

তবে মিল্টনের বাবা ইসমাইল হোসেন বলেন, আমার ছেলে মাদকাসক্ত। তাই তার নির্যাতন ঠেকাতে বেঁধে রাখা হয়েছে। আর স্ত্রীকে একবার তালাক দিয়ে আবারও বিয়ে করায় তাদের মধ্যে বনিবনা নেই।

Related Articles

Leave a Reply

Višňový džem s jádry: 3 osvědčené recepty Plněné papriky na chladné období: skromné recepty pro hosty
Close
Close