দেশজুড়ে

চায়ের দাম চাওয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মাগুরার মহম্মদপুর উপজেলার খর্দ্দফুলবাড়ি এলাকায় চা পান করার পর টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের ২৫ জন আহত ও ৩০টি বাড়ি-ঘর ভাঙচুর ও দোকান লুটপাট হয়েছে।

রোববার (০৯ জুন)  সকালে খর্দ্দফুলবাড়ি প্রাইমারি স্কুলের মাঠে  এ  সংঘর্ষ হয়।

আহত রমজান মোল্ল্যা সংবাদমাধ্যমে বলেন, খর্দ্দফুলবাড়ি এলাকার শিমুল ও চা দোকানদার একিনের মধ্যে দীর্ঘদিন ধরে  বিরোধ চলে আসছিল। শনিবার সন্ধ্যায় চা পান করার পর দোকানদার একিন টাকা চাইলে শিমুলের সমর্থক শওকত টাকা দিতে অস্বীকার করে। এ নিয়ে একিনের সমরথকের সঙ্গে কথা কাটাকাটি হয় শওকতের। এর জেরে রোববার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ২৫ জন আহত হয় এবং বাড়ি-ঘরে ভাঙচুর হয়।

আহতদের মধ্যে গুরুতর আহত কামালকে (২৫) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতাল, নাসিরুল (৪০) রমজান (৩০) ও একিনকে (২৩) মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল ও নান্নু শেখ (৩০) রাজিবুল শেখ (১৯) ও তবিবার শেখকে (৪৫) মম্মদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম সংবাদমাধ্যমে বলেন, খর্দ্দফুলবাড়ি এলাকার  একিন ও শওকতের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক বিরোধ চলে আসছিল। এর জেরে  চায়ের দাম চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষ সংঘর্ষেজড়িয়ে পড়ে। আজাদ ও শতকতকে আটক করা হয়েছে। পরিস্থিত শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close